ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

পুকুরে মিলল ৯৫টি ইলিশ, এলাকাজুড়ে চাঞ্চল্য

95 hilsa were found in the pond, there was a lot of excitement in the area
পুকুরে মিলল ৯৫টি ইলিশ, এলাকাজুড়ে চাঞ্চল্য। ছবি: সংগৃহীত

ইলিশ নদী বা সাগরের মাছ কিন্তু এবার পুকুরে পাওয়া গেল এ মাছ। এ ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার উপজেলার রায়হানপুর ইউনিয়নে সিদাম মিয়ার পুকুরে। ৯৫টি ইলিশ মাছ জাল টেনে ধরা হয়েছে। আর পুকুরে ইলিশ ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পরলে পুকুর ও তাজা ইলিশ দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

বুধবার (১৬ আগস্ট) দিঘীতে জাল টেনে মাছ ধরা হলে ইলিশগুলো পাওয়া যায়।

ওই বাড়ির বাসিন্দা মো. সুজন ও ইদ্রিস চৌধুরী জানান, প্রায় ৭৫ শতাংশ জায়গা জুড়ে থাকা আমাদের এ পুকুরে প্রতি বছরই মাছ ধরা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) পুকুরে থাকা বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করলে, অন্যান্য মাছের সাথে একের পর এক ইলিশ মাছও জালে উঠতে থাকে। এদিন সব মিলিয়ে ৯৫টি ইলিশ আমরা ধরতে সক্ষম হই, পরে আমাদের বংশের সকলের মাঝে ইলিশগুলো ভাগাভাগি করে দেয়া হয়।

প্রতিটি ইলিশের গড় ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় জামাল মিয়া বলেন, ‘এর আগেও পুকুর বা দিঘীতে ইলিশ মাছ পাওয়ার কথা শুনেছি। কিন্তু একসঙ্গে এতো ইলিশ পাওয়ার ঘটনা এই প্রথম শুনলাম। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।’

ইলিশ মাছ পাওয়া পর স্থানীয় বিভিন্ন স্তরের মানুষের পাশাপশি পাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা একনজড় ইলিশ দেখতে সেখানে ছুঁটে আসে। তবে এই পুকুরে কীভাবে ইলিশ এলো সে ব্যাপারে পুকুরের যে মালিক ও পরিবারের অন্যান্য সদস্য কেউ অবগত নয়।