জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

পরপর ৩ দিন হাসপাতালে এসে নিজেই চিকিৎসা নিল অসুস্থ বানর

The sick monkey came to the hospital for 3 consecutive days and treated himself
পরপর ৩ দিন হাসপাতালে এসে নিজেই চিকিৎসা নিল অসুস্থ বানর। ছবি: সংগৃহীত

মানুষের মতো অসুস্থ শরীর নিয়ে সেবা পেতে নিজেই পরপর ৩ দিন হাসপাতালে হাজির হয়েছে এক বানর।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বন্য প্রাণী বানরকে চিকিৎসা সেবা নিতে দেখে অনেকে অবাক বিস্ময়ে দেখেছেন।

জানা গেছে, গত শনিবার প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বানরটি আসে। ওইসময় বানরের শরীরের পেছনের অংশের একটি গভীর ক্ষত দেখা যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে বানরটি বনে চলে যায়। পরদিন (রোববার) বিকেলে বানরটি পুনরায় হাসপাতাল এলাকায় আসে। ওইদিন বানরটিকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপর বানরটি আবার হাসপাতালে চলে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে ক্ষত নিয়ে দুই দফায় প্রাণীটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে চিকিৎসকরা তাকে পরম যত্নে প্রাথমিক চিকিৎসা দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, সবশেষ সোমবার সকালে পুনরায় বানরটি হাসপাতালে আসে। এদিনও তাকে চিকিৎসা দেওয়া হয়। এসময় ধৈর্য ধরে বানরটি অপেক্ষা করে। একপর্যায়ে তার ক্ষত গুরুতর হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় বানরটি ধরে নিয়ে যায়।

তিনি আরও বলেন, যন্ত্রণায় কাতর বানরটির শরীরের পেছনের অংশের ক্ষতে পচন ধরছে। কোথাও বৈদ্যুতিক শকে প্রাণীটির এমন অবস্থা হয়েছে বলে ধারণা করছি। আমি আসার পর হাসপাতালে খবর নিয়েছি বানরটি গাছে বসে রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু বলেন, গতকাল তিনিসহ বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বানরটি উদ্ধার করেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে ব্যান্ডেজ খুলে দেখা যায়, ক্ষত এত বেশি, প্রাথমিক চিকিৎসায় বানরটি সুস্থ করে তোলা সম্ভব নয়। এর পর সিভাসুতে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।