মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা ও মেয়ে নিহত

Mother and daughter killed in truck-CNG collision in Noakhali
ট্রাক-সিএনজি সংঘর্ষে মা ও মেয়ে নিহত। ছবি : সংগৃহীত

নোয়াখালীর জেলার সুবর্ণচর উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিল্পী আক্তার (৩০) ও শারমিন আক্তার (২) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছে। নিহতরা মা ও মেয়ে।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবীলি ইউনিয়নের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আবদুল মন্নান সুয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পূর্বচরজব্বার গ্রামের ২নং ওয়ার্ডের শুক্কুর এর স্ত্রী শিল্পী আক্তার ও তার মেয়ে শারমিন আক্তার। আহতরা হলো একই গ্রামের মৃত মো: আইয়ুব আলীর ছেলে চালক মো.ফারুক (৩০) ও মোস্তফার ছেলে আব্দুল্লাহ (২৮)। আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান ঘাট থেকে সিএনজিটি বেপরোয়া গতিতে দক্ষিণ দিক থেকে আসছিল। অপর দিকে থেকে ট্রাক চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। সিএনজির বেপরোয়া গতি থাকায় ঘটনাস্থলে (মোড়ে) ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যায়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে। এঘটনায় তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন