মার্চ ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ মার্চ, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস যেন স্পা সেন্টার!

The office of Noakhali University of Science and Technology is like a spa center!
ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) স্টেট অ্যান্ড হাউজিং শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. গোলাপ হোসেনের শরীর ম্যাসাজ করার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গতকাল বুধবার(০৫ মার্চ, ২০২৫) রাত ৯ টায় NSTU Voice নামের একটি পেজ থেকে পোস্ট করা হয় শরীর ম্যাসাজের ভিডিওটি। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে আরও বিভিন্ন পেজে এবং ভাইরাল হয়ে যায়। দশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় ডেপুটি রেজিস্ট্রার মো. গোলাপ হোসেন নিজের কর্মস্থলের চেয়ারে বসে কথা বলছিলেন এবং এক কর্মচারী তার শরীর ম্যাসাজ করে দিচ্ছে। এ ভিডিওটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

এ ব্যাপারে ডেপুটি রেজিস্ট্রার মো. গোলাপ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অফিসে কর্মকর্তার শরীর মালিশের ভিডিও নিয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল জানান, বিষয়টি আমার নজরে এসেছে। আমরা তদন্ত কমিটি গঠন করবো। সংশ্লিষ্ট বিষয়ে প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।