
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের অন্তর্ভুক্ত অ্যাথলেটিক ক্লাবের বার্ষিক সভা ও ক্রীড়া সপ্তাহ সিজন–০৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৮ আগস্ট (সোমবার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এথলেটিক ক্লাবের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক সজীব আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ যোগ দেন। বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্য এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। পরে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসিফুল তাসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইয়াসির সালেহ।
ক্রীড়া সপ্তাহে মোট ১২টি ইনডোর ও আউটডোর ইভেন্টে ৪২ জন শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ সমর্থক ও শ্রেষ্ঠ আয়োজককেও পুরস্কৃত করা হয়। ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বিভাগের ১০ম ব্যাচ এবং ফুটবলে শিরোপা জেতে ‘টীম মহারাজা’। ক্রিকেটে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২০২১–২২ শিক্ষাবর্ষের মিশন মজুমদার এবং ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. সাহিদুল ইসলাম সবুজ।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান তার বক্তব্যে এথলেটিক ক্লাবের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা ও বাজেট বরাদ্দের আশ্বাস দেন। বিদায়ী সভাপতি আশিকুর জামান জিহাদ নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নবনির্বাচিত সভাপতি আসিফুল তাসিন তার কর্মপরিকল্পনা উপস্থাপন করে ক্লাবকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কো-অর্ডিনেটর সজীব আহমেদ বলেন, “নিয়মিত চর্চা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এথলেটিক ক্লাবকে আরও সফল করে তুলতে হবে।”
বিশেষ অতিথি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম ক্রীড়া বিজ্ঞানের তাৎপর্য তুলে ধরে বলেন, “ক্লাবের কার্যক্রম বিভাগ ও বিশ্ববিদ্যালয় অতিক্রম করে জাতীয় পর্যায়েও পরিচিতি পেতে পারে।” এ ছাড়া সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা সনেট ক্লাবের জন্য বাজেট বাড়ানোর আহ্বান জানান