সেপ্টেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪

নাইজেরিয়ায় জুমার নামাজে মসজিদ ধসে মৃত্যু ৭, আহত ২৩

7 dead, 23 injured in mosque collapse during Friday prayers in Nigeria
নাইজেরিয়ায় জুমার নামাজে মসজিদ ধসে মৃত্যু ৭, আহত ২৩। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে একটি মসজিদের ছাদের একাংশ ধসে কমপক্ষে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২৩ জন। খবর আল জাজিরার।

শুক্রবার (১১ আগস্ট) দেশটির কাদুনা রাজ্যের জারিয়া শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আলজাজিরার জানিইয়েছে, মসজিদের একাংশ ধসে পড়ার সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। শুরুতে ৪ মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল আরও ৩ জনের মরদেহ উদ্ধার করে। আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

১৮৩০ সালে নির্মিত হয় মসজিদটি। তবে হঠাৎ কেনো এর ছাদ ধসে পড়লো, তার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন গভর্নর। ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় গত বছর এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।