জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

নতুন লুকে সকলকে চমকে দিয়েছে শাহরুখ

Shah Rukh surprised everyone with his new look
নতুন লুকে সকলকে চমকে দিয়েছে শাহরুখ। ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষায় প্রহর শেষ হলো। প্রকাশ্যে এলো ‘জওয়ান’-এর ট্রেলার। জমজমাট অ্যাকশনে ভরা ট্রেলারে শাহরুখের লুক চমকে দিয়েছে ভক্তদের।

সকাল সাড়ে দশটায় ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে দেখা গেল তারই প্রতিচ্ছবি। কখনও মুখোশে মুখ পরে কখনো আবার সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক ভাবে হাজির হন কিং খান।

ন্যাড়া মাথায় দেখা গেছে অভিনেতাকে। এমনকি শাহরুখকে বলতে শোনা যায়, ‘যখন আমি ভিলেন হই, তখন আমার সামনে কোনো হিরো টেকে না।’

ট্রেলারে দীপিকাকেও দেখা গেছে অ্যাকশন দৃশ্যে। নয়নতারা ও বিজয় সেতুপতির ঝলকও দেখা গেছে।এছাড়াও দেখা গেছে প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।

আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি ছবিটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার।