নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

নগর মাতা নয়, নগরকন্যা হিসেবে আধুনিক পরিকল্পিত কুমিল্লা সিটি তৈরি করব: ডা. তাহসিন বাহার সূচনা

I will create a modern planned Cumilla City as a city daughter and not a city mother Said Dr. Tahseen Bahar Shuchona
ছবি: সংগৃহীত

ডা. তাহসিন বাহার সূচনা বলেছেন, মেয়র সাক্কুর আমলে অপরিকল্পিত নগরায়নের কারণে কুমিল্লা সিটি করপোরেশন সুফল পাচ্ছে না। আমি নির্বাচিত হলে নগর মাতা নয়, নগরকন্যা হিসেবে একটা আধুনিক পরিকল্পিত কুমিল্লা সিটি তৈরি করব।

গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসন থেকে টানা ৪ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

এমপি বাহার বলেন, তরুণ বয়সে কুমিল্লা পৌরসভার দায়িত্ব নিয়ে একটি জরাজীর্ণ ভগ্নদশা পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছিলাম। সেদিন কুমিল্লার মানুষ আমাকে সোনার ছেলে উপাধি দিয়েছিল। কুমিল্লার মানুষের সমর্থন নিয় সারা জীবন কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করেছি। কোন শক্তি জনগণের শক্তি চেয়ে বেশি নয়।কুমিল্লার মানুষ ও মহানগর আওয়ামী লীগ ডা. তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়েছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ডা. সূচনা নির্বাচিত হলে সে আমার মতোই কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করবে। কুমিল্লাকে আধুনিক পরিকল্পিত সুন্দর কুমিল্লা নগরী হিসেবে গড়ে তলবে। ডা. তাহসিন বাহার সূচনা হবে নগর কন্যা।

স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. আবদুল বাকি আনিস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোর্শেদুল আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. মুজিব রহমান, ময়নামতি মেডিকেল কলেজের পরিচালক ডা. রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, ডা. মো. আবদুস সেলিম, ডা. খোরশেদ আলম, ডা.গোলাম মোস্তফা, ডা. মুঈদ খন্দকার, অধ্যাপক ডা. আব্দুল হক, ডা. অজিত কুমার পাল, ডা. রোকসানা, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সদস্য মিজানুর রহমান ইরান, উপ প্রচার সম্পাদক এনামুল হক এনাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।