ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

‘নগর পরিবহনের’ আওতায় আসছে রাজধানী ঢাকার সব বাস

Rising Cumilla - Dhaka Nagar Paribahan
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বহু আগে উদ্যোগ নেওয়া নগর পরিবহণ আবারও সচল করা হচ্ছে। তাই ঢাকার সড়কে যেকোনো বাস চলতে হলে ঢাকা নগর পরিবহণের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মহানগরীতে গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা ডিএসসিতে অনুষ্ঠিত হয়।

ঢাকায় গণপরিবহণ চলতে হলে নগর পরিবহনের আওতায় চলতে হবে বলে জানান তিনি।

বাসগুলো কীভাবে চলবে সে বিষয়ে নজরুল বলেন, আমরা ছোট (১০-১২ জনের) একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আমরা আগামী ১১ ডিসেম্বর আবার সভা করব।

নজরুল ইসলাম বলেন, আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহণ নামেই অপারেট করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।

প্রশাসক আরও বলেন, আমরা রাজধানীতে গণপরিবহণ পরিচালনার জন্য নগর পরিবহণের আওতায় আসতে আবেদন করার নির্দেশনা দিয়েছিলাম। আজ পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবে।