
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ কারারুদ্ধ নেতা-কর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
কুমিল্লা উত্তর জেলা জামায়াত নেতা অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন, জেলা প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা সম্পাদক জুনায়েদ হাসান, জেলা অফিস সেক্রেটারি রাজিফুল হাসান বাপ্পি ও জেলা শিবির সভাপতি গোলাম সারওয়ার প্রমুখ।
পটুয়াখালীতে জেলা জামাতের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আমির অধ্যাপক মো. শাহ আলম।
নাটোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, শহর আমির মাওলানা রাসেদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাজেদুর রহমান। নোয়াখালীতে জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদীতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
নোয়াখালী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা নিজাম উদ্দিন ফারুক।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অন্যতম নেতা ইসমাইল হোসেন মানিক, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি ইমরান বিন মর্তুজা, শহর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউছুপ, শ্রমিক নেতা মাওলানা মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মায়াজ, মাওলানা মোহাম্মদ আইয়ুব, আবদুল্লাহ আল রাকিব, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ।
এছাড়া বিক্ষোভ হয় বরিশাল জেলায়, পিরোজপুর জেলায়, জয়পুরহাটে, চাঁদপুর, ফরিদপুর, বগুড়া, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাইবান্ধাসহ আরও বেশকিছু জেলায় এই বিক্ষোভ সমাবেশ হয়।