বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘বার্বি’ তে অভিনয় করেছেন। ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আর এ উপলক্ষে সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে ঢাকায় আসছেন রমজান মিয়া।
জানা গেছে ২০ জুলাই সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় সিনেমার প্রিমিয়ার শোতে রমজান উপস্থিত থাকবেন।
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো হলিউড চলচ্চিত্রের প্রিমিয়ারে সিনেমার অভিনয়শিল্পী উপস্থিত থাকবেন। ২৯ বছর বয়সী এই অভিনেতা সকলে কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছেন।ওয়ার্নার ব্রাদার্সের ‘বার্বি’ সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া।