জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

তাবলিগ জামাতে সময় দিচ্ছেন পলাশ

ziaul hoque polash is spending time in Tabligh Jamaat
তাবলিগ জামাতে সময় দিচ্ছেন পলাশ। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনেতা জিয়াউল হক পলাশ এখন তাবলিগে জামাতে সময় দিচ্ছেন। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে।

জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলীগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলীগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

তাবলিগে সময় দেওয়ার কারণে অভিনেতা চাষী আলমের বিয়েতেও উপস্থিত হতে পারেননি পলাশ। ভক্ত-অনুরাগীরাও বেশ খুশি হয়েছেন।