নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত হচ্ছে’

Dhaka-Chittagong highway will be upgraded to 10 lanes
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির মেরুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কুমিল্লায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তাবিষয়ক গণশুনানি ও মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, ‘দেশের লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার সমীক্ষার কাজ শেষ হয়েছে। ১০ লেন হলেও মহাসড়কটি ১২ লেনের এক্সপ্রেসওয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সমীক্ষার কাজ শেষ হয়েছে এবং অর্থায়নকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথে আলোচনা চলছে।’

সভায় আরও জানানো হয়, “ঈদের ছুটিতে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। পচনশীল রপ্তানিজাত পণ্য এবং ওষুধ সামগ্রীবাহী ছাড়া ঈদের আগে ও পরের তিন দিন করে ট্রাক-লরি-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া অতিরিক্ত ভাড়া পর্যবেক্ষণে পুলিশ ও সড়ক বিভাগের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।”

সভায় উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিসির পরিচালক অনুপম সাহা, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও এবং গণমাধ্যম প্রতিনিধিগণ।