জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

জাপানের ১২৫ বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস সেপ্টেম্বর

Japan just had its hottest September in 125 years
জাপানের ১২৫ বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত

জাপানে ১২৫ বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরুর পর চলতি বছর সেপ্টেম্বর ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস ছিল।  জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রার নতুন রেকর্ডের কারনে সভ্যতার ইতিহাসে ২০২৩ সাল উষ্ণতম বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে  সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৬৬ ডিগ্রী সেলসিয়াস (৩৬.৭৮ ডিগ্রী ফারেনহাইট) বেশি ছিল।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘১৮৯৮ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে এটি ছিল দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।’

ধারনা করা হচ্ছে, বিশ্বের জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হওয়ায় চলতি বছরটি হবে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে উষ্ণতম।
অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ তাদের দেশের তাপমাত্রার ক্ষেত্রে সেপ্টেম্বরকে উষ্ণতম বলে ঘোষণা দিয়েছে।

ফরাসি আবহাওয়া কর্তৃপক্ষ মেটিও-ফ্রান্স জানায়, দেশে সেপ্টেম্বর মাসে গড় তাপমাত্রা  ২১.৫ ডিগ্রি সেলসিয়াস হবে যা ১৯৯১ থেকে ২০২০ সালের রেফারেন্স সময়ের ৩.৫ থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াসের  বেশি থাকবে।

এদিকে ১৮৮৪ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে যুক্তরাজ্যেও সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস।