নভেম্বর ৫, ২০২৪

মঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪

ছুটিতে গেছেন চিকিৎসক, ইউটিউব দেখে রোগীর ইসিজি করলেন ওয়ার্ড বয়!

Rising Cumilla - The patient's ECG was done by the ward boy
ছবি: সংগৃহীত

দীপাবলির ছুটিতে হাসপাতালে ছিল না কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী। এমন অবস্থায় ইউটিউব ভিডিও দেখে রোগীর হৃদযন্ত্রের পরীক্ষা (ইসিজি) করলেন এক ওয়ার্ড বয়।

এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার যোধপুরের পাওতা হাসপাতালে এক ওয়ার্ড বয়কে রোগীর ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষা করতে দেখা গেছে। এমনকি যারা উপস্থিত ছিলেন তাদের বারবার আপত্তির পরেও। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ওয়ার্ড বয়কে স্বীকারও করতে শোনা যায়, তিনি ইসিজি পরীক্ষা করতে জানেন না। তিনি বলেন, দীপাবলির কারণে হাসপাতালে টেকনিশিয়ান এবং চিকিৎসাকর্মীরা উপস্থিত নেই, তাই তিনিই এই পরীক্ষা করছেন।

রোগীর সঙ্গে থাকা ব্যক্তিকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, আপনি ইসিজি পরীক্ষা সম্পর্কে জানেন না, এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি রোগীকে মেরে ফেলতে পারেন। কাজটি ইসিজি সম্পর্কিত, দয়া করে বুঝুন। নেট (ইন্টারনেট) দেখার পরে আপনি কীভাবে ইসিজি পরীক্ষা করবেন?

তবে আপত্তি জানানোর পরও ওই ওয়ার্ড বয় পরীক্ষা চালিয়ে যান এবং বলেন, “হ্যাঁ, আমি প্রথমবার এই পরীক্ষা করছি। তবে তাতে কোনও সমস্যা আছে?

এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর যোধপুর মেডিকেল কলেজের প্রধান বিএস যোধা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং অভিযুক্ত ওয়ার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।