সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

চুলের সমস্যা সমাধানে ব্যবহার করুন মেথি

Fenugreek solves hair problems
চুলের সমস্যার সমাধান করে মেথি। ছবি: সংগৃহীত

চুল পড়ার সমস্যা নতুন নয়। নারী, পুরুষ কমবেশি সবাই এই সমস্যায় ভোগেন। সকল সমস্যার একটাই উপাদান হচ্ছে মেথির। মেথি ব্যবহার করলে চুল পড়া, খুশকি ইত্যাদি সমস্যা থেকে বাঁচা যায়।

১) চুল পড়া সমস্যা।
২) চুলের খুশকি দূর করতে।
৩) চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে।
৪) চুলের অকালপক্কতা রোধে।

যেভাবে চুলে মেথি ব্যবহার করবেন

১) ১ কাপ নারকেল তেলে ১ টেবিল চামচ মেথি দানা ভালো করে ফুটিয়ে নিন। মেথির রং লালচে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে ছেঁকে কাচের বয়াতে ভরে রাখুন মেথির তেল। সপ্তাহে তিন দিন মাথায় লাগান এই তেল।

২) ২-৩ চা চামচ মেথি ১ কাপ পানিতে ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার মেথিসহ কিছুটা পানি ব্লেন্ড করে পেস্ট করে নিন। এতে ২-৩ চা চামচ টক দই যোগ করুন।এবার এই প্যাকটি মাথার ত্বকে ভালভাবে লাগিয়ে নিন। ৩০-৪০ মিনিট অপেক্ষা করে তারপর শ্যাম্পু করে ফেলুন। খুব বেশী খুশকি সমস্যা হলে সপ্তাহে অন্তত ১ দিন আর কম হলে ১৫ দিনে একবার এটি ব্যবহার করুন।

৩) এক কাপ আমলকি, এক কাপ মেথি সারারাত ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নিয়ে চুলে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। এতে করে চুলের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পাবে।

৪) ৬টি জবা ফুল, এক টেবিল চামচ মেথি গুঁড়া পেস্ট করে নিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। এতে চুলে ময়েশচারাইজার বজায় থাকবে।

৫) ২-৩ টেবিল চামচ মেথি দানা ১ লিটার পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন চুলে শ্যাম্পু করার পর, মেথি ভেজানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের জন্য এই টোটকা করলে কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না।