সোমবার ২৮ জুলাই, ২০২৫

চান্দিনায় আউশ ধানের বাম্পার ফলনে কৃষকদের মধ্যে স্বস্তি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি এবং কৃষি বিভাগের সঠিক তত্ত্বাবধানের ফলেই আউশ ধানের এত ভালো ফলন সম্ভব হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ধানের ক্ষেত এখন সোনালী রঙ ধারণ করেছে এবং কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলন হওয়ায় কৃষকরা যেমন খুশি, তেমনি বাজারে ধানের ভালো দাম পাওয়ারও আশা করছেন।

উপজেলার মেহার গ্রামের চাষী সফিকুর রহমান জানান, গত বোরো মৌসুমেও আমার ধানের ভালো ফলন হয়েছে । এবার আউশ মৌসুমেও আমার ভালো ধানের ফলন হয়েছে । বাজারে ধানের দামও অনেকটা আগের চেয়ে ভালো।অবশ্য আমার যথেষ্ট পরিমাণ ধান আল্লাহ দিয়েছেন। তিনি জানান, অনেক কৃষক বোরো মৌসুমের পর তারা ধানের চাষ না করে জমি পতিত ফেলে রাখেন। আমরা যারা ধানের চাষ করছি আমাদের যথেষ্ট পরিমাণ ধানের ফলন হয়েছে। এখন ধান কাটা ও মাড়াই এর কাজ চলছে।

তিনি আরও জানান গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শাকসবজি ফসলের কিছুটা ক্ষতি হয়েছে তবে বৃষ্টি আমাদের ধানের জন্য যথেষ্ট উপকার হয়েছে।

আউশ ধান চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা ও বৃষ্টিপাত অনুকূলে ছিল। অনেক কৃষকই উন্নত জাতের বীজ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করেছেন। এছাড়া কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়েছেন।

চান্দিনার এই বাম্পার ফলন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এটি কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে এবং খাদ্যের যোগান বৃদ্ধিতেও সহায়ক হবে।

চান্দিনা উপজেলায় আউশ ধানের চাষের জন্য মোট জমির পরিমাণ ৯০৫৬ হেক্টর। চান্দিনা একটি খাদ্যশস্য উৎপাদনে উদ্বৃত্ত এলাকা, যেখানে ১০৪৮০ হেক্টর জমিতে বোরো এবং ৮৭০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়।

আরও পড়ুন