মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫

চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, ১৩ থেকে ১৬তম গ্রেডে বেতন

রাইজিং ডেস্ক

Ministry of Lands Bangladesh
ভূমি মন্ত্রণালয়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরির পদে ১৪ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)।
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)।
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে।

আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা পরিশোধ করতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। এছাড়া ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন