রবিবার ১৭ আগস্ট, ২০২৫

চাঁদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা আটক

রাইজিং ডেস্ক

Rising Cumilla - 3 Awami League and Chhatra League leaders arrested in Chandpur
চাঁদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা আটক/ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্লাহকে (৫৮) পুরনো একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে, লিফলেট লাগানোর অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকেও আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের শাহেদ (১৮) ও মকিমাবাদ এলাকার অনিক (১৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন দেয়ালে লিফলেট লাগাচ্ছিলেন শাহেদ ও অনিক। এ সময় অন্য একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্যরা তাদের ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক জানান, গাজী ওলি উল্লাহর বিরুদ্ধে একটি পুরনো মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, আটক দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই তাদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন