
কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রোববার (১৯ নভেম্বর) ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দেখার জন্য তিনি মুঠোফোনে হটস্টার অ্যাপ ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু অ্যাপটি চলছিল না।
এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাহায্য চেয়েছেন এই গায়িকা। তিনি লিখেছেন, “ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও পরামর্শ দেও।”
ইমনের সেই পোস্টে অনেকেই মন্তব্য করে গায়িকাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন যে টিভিতে দেখার জন্য। আবার কেউ বলেছেন যে বাংলাদেশি কিছু অ্যাপ নামিয়ে ইনস্টল করে ব্যবহার করতে। তার সঙ্গে গায়িকাকে দুশ্চিন্তা না করারও পরামর্শ দিয়েছেন ভক্তরা।
এদিকে, ইমন চক্রবর্তীর ফেসবুক স্ট্যাটাসটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই এই স্ট্যাটাসটি শেয়ার করে দিয়েছেন।