জুলাই ৯, ২০২৫

বুধবার ৯ জুলাই, ২০২৫

গ্লোবাল সুপার লিগে সাকিব, প্রতিপক্ষ রংপুর!

Rising Cumilla -Shakib in the Global Super League, opponent Rangpur!
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকলেও এবার দারুণ এক খবর পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিপিএলসহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়ার পর এবার গ্লোবাল সুপার লিগেও নাম লেখালেন তিনি। আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছে।

রবিবার (৬ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস।

এবারের গ্লোবাল সুপার লিগে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। এই দলগুলো হলো – সেন্ট্রাল স্ট্যাগস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স, দুবাই ক্যাপিটালস এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রংপুর।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে সাকিবের খেলার কথা থাকলেও রাজনৈতিক কারণে দল তাকে নিতে পারেনি। এবার সেই রংপুরের বিপক্ষেই মাঠে নামবেন সাকিব, যা টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

দুবাই ক্যাপিটালসের ম্যাচের সূচি:

১০ জুলাই: বনাম সেন্ট্রাল স্ট্যাগস

১১ জুলাই: বনাম হোবার্ট হারিকেন্স

১৩ জুলাই: বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

১৬ জুলাই: বনাম রংপুর (গ্রুপ পর্বের শেষ ম্যাচ)

আরও পড়ুন