বুধবার ২৭ আগস্ট, ২০২৫

খুব শিগগির বড় সুখবর দেবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

Zayed Khan (Bangladeshi actor)
চিত্রনায়ক জায়েদ খান। ছবি: ফেসবুক

ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান অভিনীত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। সিনেমাটির নাম ‘সোনার চর’। এটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

জানা গেছে, সিনেমাটির গল্প তৈরি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের একাংশ নিয়ে যেখানে দেখানো হয়েছে ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে ফেরার সময়টি। ছবিতে জায়েদ খান একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন।

সোমবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর নির্মাতা জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হবে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।’

সিনেমাটিতে জায়েদ খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।

আরও পড়ুন