
দুবাইয়ে এক রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে শেষ ওভারের নাটকীয়তায় হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। ৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হওয়া এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শেষ পর্যন্ত উত্তেজনায় ভরপুর ছিল। অবশেষে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
তবে মাঠের জয় ছাপিয়ে ম্যাচ শেষে ভারতীয় দলের আচরণ জন্ম দিয়েছে নতুন বিতর্কের। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বিজয়ী ভারতীয় দল। এমনকি তারা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে করমর্দনও এড়িয়ে যান বলে অভিযোগ।
ভারতীয় দলের এই আচরণকে ভালোভাবে নেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতের এমন আচরণ কেবল পাকিস্তানকে নয়, পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে।
তিনি বলেন, “ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। আমাদের সঙ্গে করমর্দন না করে তারা শুধু পাকিস্তানকে নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দলগুলো এভাবে আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।”
সালমান আরও যোগ করেন, “ভারত যা করেছে, আমার মনে হয় কোনো ভালো দল তা করে না। আমরা হারের পরও মেডেল সংগ্রহ করেছি, যদিও পরে আমি তা ফেলে দিয়েছি। আমি কর্কশভাবে বলতে চাই না, তবে খেলাটার প্রতি এটা খুবই অসম্মানজনক।”
ক্রিকেটারদের ‘রোল মডেল’ হিসেবে গুরুত্ব তুলে ধরে সালমান আলি আগা ভারতীয় দলের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা কেবল পাকিস্তানের হয়ে খেলি না, আমরা ক্রিকেটার হিসেবে তরুণদের জন্য রোল মডেল। যদি কোনো শিশু আমাদের এমন আচরণ দেখে, তাহলে কী শিখবে? এই আচরণ ক্রিকেটের জন্য ভালো বার্তা নয়।”