শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি জাতি কখনো দুর্বল পক্ষ হিসেবে হাজির হবে না: খামেনি

ছবি: এফপি

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়্যিদ আলী খামেনি বলেছেন, ‘কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি জাতি কখনো দুর্বল পক্ষ হিসেবে হাজির হবে না। আমাদের কাছে যুক্তি আছে, শক্তি আছে, এবং সব প্রয়োজনীয়  উপকরণ রয়েছে।’

বুধবার (১৬ জুলাই) তেহরানে ইমাম খোমেইনি (রহ.) হুসাইনিয়ায় বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেইসহ শীর্ষ বিচার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। খবর: মেহের নিউজ।

সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে খামেনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসনে আমেরিকা ছিল ইসরায়েলের অপরাধের সরাসরি সহযোগী। এই আগ্রাসনের জন্য জবাবদিহি করতেই হবে দোষীদের।’

তিনি জানান, আগ্রাসন শুরু হওয়ার পরপরই ইসরায়েল বুঝে গেছে, তারা একা ইরানের মুখোমুখি হতে পারবে না। তাই তারা যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে।

জাতীয় ঐক্যের প্রশংসা করে খামেনি বলেন, ‘সাম্প্রতিক আগ্রাসনের সময় দেশের ভিন্নমতাবলম্বী রাজনৈতিক শ্রেণিও ইরানের স্বার্থে এক হয়েছে। এই জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা ইরানি জাতিকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, তবে তা অর্জনের জন্য জাতীয় ঐক্য ও অটুট ইচ্ছাশক্তি ধরে রাখা জরুরি।’

বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে খামেনি বলেন, ‘জনগণের প্রতি আন্তরিকতা নিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আপনাদের কর্তব্য। আমাদের কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই শক্ত অবস্থানে এগিয়ে যেতে হবে আল্লাহর ইচ্ছায়।’

আরও পড়ুন