জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

কেনো অভিনয় থেকে বিরতি নেবেন প্রভাস?

Why will Prabhas take a break from acting?
কেনো অভিনয় থেকে বিরতি নেবেন প্রভাস?। ছবি: সংগৃহীত

বাহুবলি’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান দক্ষিণী সুপারস্টার প্রভাস। বর্তমানে অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন।তবে কালকি’ সিনেমার শুটিং শেষ হলেই নাকি দীর্ঘ বিরতিতে যাবেন প্রভাস।

কারণ, দীর্ঘদিন ধরে ডান পায়ের হাঁটুর ব্যথায় ভুগছেন এই তারকা। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অস্ত্রোপচার করতে বলছেন। মূলত এ কারণেই যুক্তরাষ্ট্রে যাবেন এই অভিনেতা।

পায়ের ইনজুরির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেবেন না প্রভাস। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।তার সুস্থতার জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। আগামী নভেম্বর পর্যন্ত শিডিউলগুলো শেষ করেই বিরতিতে যাবেন তিনি।

প্রসঙ্গত, প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি নির্মাণ করেছেন ওম রাউত। এতে তার বিপরীতে সীতা চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন। তবে ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।