নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ১১টি আসনে নৌকার ‘মাঝি’ হতে চান ৮০ জন

Bangladesh Awami League
আওয়ামী লীগ।—ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে কুমিল্লার ১১টি আসন থেকে ৮০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১১ – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ-সদস্যরা যেমন দলের মনোনয়ন চেয়েছেন, তেমনই মনোনয়নপ্রত্যাশী হিসাবে আছেন উপজেলা পর্যায়ের শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতারা। এছাড়াও মনোনয়ন চেয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবকরাও।

এক নজরে কুমিল্লা-১১ সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা-

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিমা আহমাদ মেরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মজিদ, হোমনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম কাজল।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নিউইয়র্কে শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তার, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল আউয়াল, সাবেক এমপি ও মন্ত্রী গোলাম মোস্তফার ছেলে ড. ইফতেখার মোস্তফা।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংসদ-সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক আইনমন্ত্রী মরহুম অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ছোট ভাই অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ১নং যুগ্মসাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু ছালেক (সেলিম রেজা সৌরভ), ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী, যুবলীগের কেন্দ্রীয় নেতা এহতেশামুল হাসান ভূইয়া রুমী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান এমএ জাহের, ছাত্রলীগের সাবেক নেতা আনিসুর রহমান (মিঠু), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম বেগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, ইঞ্জিনিয়ার আল আমিন, ওমর ফারুক, এমএ মতিন (এমবিএ), মোকবুল হোসেন ভুইয়া, বুড়িচং উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দার, আব্দুল জলিল, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর সহধর্মিণী সেলিমা সোবহান খসরু, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ জালাল মোল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জাহান আরা বেগম, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন ও অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক।

কুমিল্লা-৬ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী আকবর, ভিক্টোরিয়া কলেজর সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার ও যুবলীগ নেতা মাহবুবুর রহমান রুবেল।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. প্রাণ গোপাল দত্ত এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিন আশরাফ টিটু, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা অ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীনন আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাকির হোসেন আজাদ।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এজেডএম শফিউদ্দিন শামীম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম ও বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য লায়ন মোহাম্মদ নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সোহেল ও রোশন আবেদীন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়ন চেয়েছেন সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুইয়া হাসান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়শা জামান, সাবেক মেয়র মিজানুর রহমান, ব্যবসায়ী তমিজুদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ ভুলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জসিম উদ্দিন ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা।

এরআগে (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী, দুঃসময়ে, দুর্দিনে যারা বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করেছে তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার এই প্রক্রিয়া শেষ হয়। সেখানে দেখা গেছে, ৩০০ আসন হিসাবে প্রতিটিতে গড়ে ১১ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।