নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ১১ আসনে নৌকার মাঝি হলেন যারা, চমক ২টি আসনে

Boatmen won 11 seats in Cumilla, 2 seats Changed
কুমিল্লার ১১টি আসনে নৌকার প্রার্থীরা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় কুমিল্লার ১১টি আসনে তেমন পরিবর্তন না এলেও শুধু পরিবর্তন এসেছে কুমিল্লা-১ ও কুমিল্লা-৮ আসনে।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কুমিল্লার ১১টি আসনে নৌকার প্রার্থী হলেন যারা

কুমিল্লা-১ আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে রাজী মুহম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আসনে আবুল হাশেম, কুমিল্লা-৬ আসনে আ ক ম বাহা উদ্দিন বাহার, কুমিল্লা-৭ আসনে প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ আসনে আবু জাফর মো. শফিউদ্দিন, কুমিল্লা-৯ আসনে মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ আসনে মুজিবুল হক মুজিব।

তবে চমক হিসেবে কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়ার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং কুমিল্লা-৮ বরুড়া আসনে বর্তমান এমপি নাসিমুল আলম নজরুলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আবু জাফর মো. শফিউদ্দিন শামীম।

এছাড়া সবচেয়ে বেশি আলোচনা ছিল যে আসনটি নিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়ায়) আওয়ামী লীগ আস্থা রেখেছে বর্তমান এমপি আবুল হাসেমের উপর। এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৯ জন।