
আগামী ১৮ এপ্রিল লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২৫ সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কুমিল্লার লাকসাম উপজেলায় এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল।
সকালের দিকে লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে কর্মী সম্মেলন সফল করার দৃঢ় প্রত্যয় ধ্বনিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে পৌর জামায়াতে ইসলামীর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্ব করেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ জহিরুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন সমাবেশে মূল্যবান বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদ উল্লাহ, উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল, উপজেলা জামায়াতে নায়েবে আমির হাফেজ মোশারফ হোসেন, সহ- সেক্রেটারি নিজাম উদ্দিন মহসিন, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, মো. নুরে আলম, জামায়াত নেতা আবু বকর জাহিদ, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ সভাপতি রিফাত হোসেন, উপজেলা পশ্চিম সভাপতি সাইফুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ দীর্ঘ সাড়ে ১৫ বছরে দলের নেতাকর্মীদের উপর कथित জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বলেন, যারা নির্যাতন করেছে, তারাই আজ পালিয়েছে। বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, ৫ আগস্টের পর দেশ স্বাধীন হয়েছে এবং এই দেশে আর কোনো জালিমের স্থান হবে না। কাউকে আর জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
নেতৃবৃন্দ আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলন সফল করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল সকাল ৮টায় লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এই সম্মেলনকে ঘিরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।