শনিবার ১১ অক্টোবর, ২০২৫

‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া ফুটসাল ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া ফুটসাল ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া ফুটসাল ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা অত্যান্ত ঝাঁকঝমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জমির হোসেন রেজভী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমফোর্ট হসপিটালের ম্যানেজার মোঃ আব্দুস সাত্তার।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সোলেমান। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন শেখ রাসেল ও সহকারি রেফারি ছিলেন মোঃ ইয়াছিন ও মোঃ হাছান। খেলা শাপলা একাদশ এবং আইকনিক একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

এতে ট্রাইবেকারে আইকনিক একাদশ ২-০ গোলে শাপলা একাদশকে হারিয়ে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দরা। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুল লতিফসহ আয়োজকবৃন্দরা।

 

আরও পড়ুন