মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল বেকারি পণ্য, জরিমানা ৬০ হাজার টাকা

Food was being prepared in an unhygienic environment at a bakery in Comilla, fined Tk 60,000

খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ, অননুমোদিত রঙ এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকার “রসনা বিলাস বেকারি”কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এক তদারকি অভিযানে এই জরিমানা আরোপ করা হয়।

কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, অভিযানকালে বেকারিটি মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করছে, অননুমোদিত রঙ মিশিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করছে, মেয়াদোত্তীর্ণ বিস্কিট পুনরায় প্যাকেটজাত করছে এবং সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করছে।

এসব অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৬০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। একই সাথে, ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে এবং আরও সতর্ক থাকতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন