কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহতসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— চান্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে ভনু চক্রবর্তী (৪০), তরুণ চক্রবর্তী (৪৬), সম্পন্ন চক্রবর্তী(৯) ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হক (২৪)।
বিষয়টি মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা ও আহতরা জানান, শনিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড, চৌদ্দগ্রাম বাজার ও ফকির বাজারের উদ্দেশ্যে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৫৫৪) দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের ধুমড়ে-মুচড়ে যায়। এতে একজন নিহত ও চারজন আহত হন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানা সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।’