এপ্রিল ১৬, ২০২৫

বুধবার ১৬ এপ্রিল, ২০২৫

কুমিল্লার চান্দিনায় ট্রাক উঠতেই ভেঙে গেল কালভার্ট

Rising Cumilla - Culvert collapses as truck approaches Chandina, Comilla
ছবি: প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ইটবাহী ট্রাকের ভারে ভেঙে গেছে সড়কের কালভার্ট। এতে যাত্রীরা ঝুঁকি নিয়ে কোনো রকমে পার হচ্ছেন। তবে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কে এ ঘটনাটি ঘটে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের জিরুআইশ বাজার এলাকায় ১২ হাজার ইটবাহী ট্রাকটি কালভার্ট ভেঙে পড়ে আছে। এতে বাস, সিএনজি, ইজিবাইক সেখানে যাত্রী নামিয়ে দিচ্ছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টে নেমে কোনো রকমে পার হচ্ছেন। কালভার্ট ভেঙে পড়ায় যোগাযোগ ব‍্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সড়কের জিরুআইশ বাজারের উত্তর পাশের কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় কালভার্টটি ভেঙে গেছে। সকাল সাড়ে ৬টার দিকে একটি মালবাহী ট্রাক যাবার সময় কালভার্ট ভেঙে পড়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো ট্রাকটি উদ্ধার হয়নি। ট্রাক পড়ে যাবার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে কালভার্ট ভেঙে পড়ায় সকাল ৯টার দিকে গল্লাই কমপ্লেক্সের দুটি প্রতিষ্ঠানের প্রায় ২শ পরীক্ষার্থী বহন করা দুটি বাস আটকে পড়ে। এ সময় সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দেওয়া নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানান, আমাদের গল্লাই কমপ্লেক্সের দুটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কেন্দ্রে যাওয়ার সময় জিরুআইশ এসে বাস আটকে যায়। দুর্ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা কেউ হেঁটে আবার কেউ অটোরিকশায় যাচ্ছে। সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে না পারলে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
স্থানীয় ভুক্তভোগী যাত্রীরা জানান, প্রতিদিনই প্রায় এই সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কারণ হিসাবে তারা বলেন, পুরো সড়কজুড়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এ সড়কে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। দ্রুত এ সড়কের মেরামত কাজ ও কালভার্ট পুনর্নির্মাণ না হলে চান্দিনা দক্ষিণ অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়বে।
নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, কালভার্টের স্থায়িত্ব না থাকা এবং ভারী যানবাহন চলাচলের কারণে আস্তর খসে পড়ছে। এখন বড় গর্তে পরিণত হয়েছে। সকালে ইটবাহী ট্রাকের অনিয়ন্ত্রিত ওজনে কালভার্ট ভেঙে গেছে। যান চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকতাদের জানিয়েছি।
উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় এর স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। তাছাড়া বালুভর্তি ট্রাক কালভার্টের উপর রেখে আনলোড করার অভিযোগ রয়েছে। জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, কালভার্ট ভেঙে ট্রাক পড়ার বিষয়টি শুনেছি। ট্রাক উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কালভার্ট পুনর্নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।