
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজা ও আতশবাজিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হৃদয় হাসান (২১)। তার কাছ থেকে ৮৪ কেজি গাঁজা এবং ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (২০ জুলাই) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত র্যাবের একটি বিশেষ দল কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এই অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র্যাব সদস্যরা হৃদয় হাসানকে গ্রেফতার করে। পরবর্তীতে তার হেফাজত থেকে এসব মাদকদ্রব্য ও আতশবাজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় হাসান ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের পুত্র।
র্যাব সূত্রে জানা গেছে, হৃদয় হাসান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এবং ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
মেজর সাদমান ইবনে আলম আরও জানান, মাদক ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।