শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

কুমিল্লায় ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুষ্ঠিত হলো গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ‘২৪-এর রঙে’ শিরোনামে উপজেলা প্রশাসনের আয়োজনে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দেয়ালগুলো যেন জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছিল। শহীদদের স্মরণে আঁকা হয়েছে নানা দৃশ্য, স্লোগান ও প্রতীক, যা পথচারীদের নজর কেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৮টি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেয়। তাদের তুলির আঁচড়ে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের বিভিন্ন দৃশ্য, প্রতিবাদ, প্রতিরোধ ও আত্মত্যাগের চিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। এই চিত্রকর্মগুলো একটি জাতির অধিকার আদায়ের সংগ্রামকে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।

প্রতিযোগিতা পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি শিক্ষার্থীদের প্রতিটি সৃষ্টিকর্ম ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম বলেন, “এই আয়োজন শুধু শিল্পচর্চা নয়, শিক্ষার্থীদের ইতিহাস ও দেশপ্রেমের সঙ্গে যুক্ত করার এক অসাধারণ উপায়।”

অংশগ্রহণকারী এক শিক্ষার্থী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জানায়, “সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা থামিনি। আমাদের রঙে তুলে ধরছি ‘চব্বিশের আন্দোলন’ ও বিজয়ের গল্প। এটা শুধু প্রতিযোগিতা নয়, ইতিহাসকে তুলে ধরার এক গর্বের সুযোগ।”

দেয়ালচিত্রগুলো দেখতে অসংখ্য পথচারী পায়ে হেঁটে কিংবা যানবাহন থামিয়ে ভিড় করেন। তাদেরই একজন মুগ্ধ হয়ে বলেন, “এই দেয়ালচিত্রে ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। এটা নতুন প্রজন্মের জন্য এক গর্বের বার্তা।”

ইউএনও মাহমুদা জাহান জানান, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস চেতনা, সৃজনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়েছে। বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।” এই প্রতিযোগিতা ব্রাহ্মণপাড়ায় ইতিহাস স্মরণ ও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার এক সফল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন