রবিবার ৩১ আগস্ট, ২০২৫

কুমিল্লায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ

Rising Cumilla - Rally to protest attacks on journalists in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে সংবাদ সংগ্রহের সময় সাতজন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বুধবার (৩০ জুলাই) মুরাদনগরে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাতজন সাংবাদিক গুরুতর আহত হন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর বারবার হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

আরও পড়ুন