জানুয়ারি ১১, ২০২৫

শনিবার ১১ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

কুমিল্লার ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলা’র আয়োজনে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ ফরিদা বিদ্যায়তনে পূট্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার অন্যতম প্রতিষ্ঠাতা ” সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর শুভ উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক অনিমা মজুমদার। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড় তপন ভট্টাচার্য।

মেলা গঠন ও পরিচালনা এবং কুমিল্লার সামাজিক, শিক্ষা, সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অকৃত্রিম, পরোপকারী ও নিঃস্বার্থ সেবামূলক অবদান সম্পর্কে আলোচনা করেন কমিটির কো-চেয়ারম্যান ও পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা বদরুল হুদা জেনু,পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক ড. আলী হোসেন চৌধুরী, সাংবাদিক গোলাম মোস্তাফা চৌধুরীর ছোট পুত্র জুনাইদ মোস্তফা চৌধুরী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তপন ভট্টাচার্য। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মেহেদী হাছান ও সদস্য সচিব নাছরিন সুলতানা, পূর্বাশা মেলার উপদেষ্টা অধ্যাপক দিলিপ পোদ্দার, শক্তি কাম সিনহা, মোতাহার হোসেন মাহবুব, হুসাইন মোঃ কামরুল, সংগঠক মীর হোসেন ও অনামিকা দাস প্রিয়ন্তীসহ মেলার সদস্য ও প্রতিযোগিতায় ১৩টি স্কুলের বালিকা একক ও দ্বৈত এবং বালক একক ও দ্বৈত মোট আটটি গ্রুপে ৪৪জন অংশগ্রহণকারী নিপুল সংখ্যক দর্শক। খেলাটি গ্রুপ ও নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক ড. শাহ মোঃ সেলিম।

Journalist Golam Mostafa Chowdhury Smriti School Badminton Tournament started in Comilla

গতকাল ১০ জানুয়ারি, ২০২৫ অনুষ্ঠিত হয় বালিকা একক এর (গ্রুপ ‘এ’ ও ‘বি’) এবং বালিকা দ্বৈত এর গ্রুপ (‘এ’ ও ‘বি’) পর্বের খেলা। বালিকা একক-এর চ্যাম্পিয়ান হন- সুমাইয়া, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। বালিকা একক-এর রানার্স আপ হন- নিশাত তাছনিম বিপাশা, শৈলরানি দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। বালিকা দ্বৈত-এর চ্যাম্পিয়ান হন- আদিবা তাসনিম মিস্পা ও মোসাঃ মারজান আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। বালিকা দ্বৈত-এর রানার্স আপ হন- ফাতেমা রহমান নিসা ও উম্মে সাবা আলম বাণী, কুমিল্লা মডার্ণ হাই স্কুল, কুমিল্লা। পূর্বাশা মেলার উপদেষ্টা বদরুল হুদা জেনুর সার্বিক নির্দেশনা ও পরিচালনায় প্রতিযোগিতায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রফিকুল ইসলাম সোহেল ও মেহেদী হাছান।