জানুয়ারি ২৭, ২০২৫

সোমবার ২৭ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

Journalist Golam Mostafa Chowdhury distributed the prizes of Smriti School Badminton Competition in Comilla

কুমিল্লার ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলা’র আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ ফরিদা বিদ্যায়তনে পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার অন্যতম প্রতিষ্ঠাতা “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সূচনা সঙ্গীত- আমরা কচি, আমরা কাঁচা দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গীতটির পরিচালনায় ছিলেন- প্রাঞ্জল দে ও রূপকথা। দলিয় সঙ্গীতে অংশগ্রহণ করেন কচি-কাঁচা মেলার শিশু শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাশা কচি-কাঁচা মেলার সদস্য- ইরফান হোসেন অর্ণব, প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান- প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়- তপন ভট্টাচার্য, অনুষ্ঠানে  বক্তব্য রাখেন “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর চেয়ারম্যান ও মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক- অনিমা মজুমদার, প্রতিযোগিতার কো-চেয়ারম্যান ও পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা- বদরুল হুদা জেনু, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান অতিথি- রাশেদা আক্তার, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক- জাহিদ হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর পুত্র বিশিষ্ট চারু ও ভাস্কর্য শিল্পী- জুনাইদ মোস্তফা চৌধুরী,

এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী-জানভী ত্বীণা। এবং স্বাগত বক্তব্য রাখেন শিশু বক্তা- বিনায়ক সরকার রুহিত।

এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর মেলা গঠন ও পরিচালনা এবং কুমিল্লার সামাজিক, শিক্ষা, সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অকৃত্রিম, পরোপকারী ও নিঃস্বার্থ সেবামূলক অবদান সম্পর্কে  আলোচনা তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠান শেষে “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় ১৩টি স্কুলের বালিকা একক ও দ্বৈত এবং বালক একক ও দ্বৈত মোট আটটি গ্রুপে ৪৪জন  অংশগ্রহণকারী ১২ জন সদস্যদের মাঝে কৃতিত্বের সনদ চ্যাম্পিয়ন ও রানার আপ ক্রেস্ট পুরষ্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের সনদ ও মেডেল তুলে দেন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ।

উল্লেখ যে, প্রতিযোগিতাটি গ্রুপ ও নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক ড. শাহ মোঃ সেলিম।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মেহেদী হাছান ও সদস্য সচিব নাছরিন সুলতানা, মধুমিতা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- ইমরোজা চৌধুরী বেবি, পূর্বাশা মেলার উপদেষ্টা অধ্যাপক দিলিপ পোদ্দার, চন্দন দেব রায়, শক্তি কাম সিনহা, মোতাহার হোসেন মাহবুব, অনুপ চক্রবর্তী যীশু, হুসাইন মোঃ কামরুল, সংগঠক মীর হোসেন ও অনামিকা দাস প্রিয়ন্তীসহ মেলার সদস্যবৃন্দ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- অপরাজিতা সৃষ্টি, কর্মী বোন, মধুমিতা কচি-কাঁচার মেলা, কুমিল্লা।