কুমিল্লার ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলা’র আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ ফরিদা বিদ্যায়তনে পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার অন্যতম প্রতিষ্ঠাতা “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সূচনা সঙ্গীত- আমরা কচি, আমরা কাঁচা দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গীতটির পরিচালনায় ছিলেন- প্রাঞ্জল দে ও রূপকথা। দলিয় সঙ্গীতে অংশগ্রহণ করেন কচি-কাঁচা মেলার শিশু শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাশা কচি-কাঁচা মেলার সদস্য- ইরফান হোসেন অর্ণব, প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান- প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়- তপন ভট্টাচার্য, অনুষ্ঠানে বক্তব্য রাখেন “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর চেয়ারম্যান ও মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক- অনিমা মজুমদার, প্রতিযোগিতার কো-চেয়ারম্যান ও পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা- বদরুল হুদা জেনু, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান অতিথি- রাশেদা আক্তার, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক- জাহিদ হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর পুত্র বিশিষ্ট চারু ও ভাস্কর্য শিল্পী- জুনাইদ মোস্তফা চৌধুরী,
এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী-জানভী ত্বীণা। এবং স্বাগত বক্তব্য রাখেন শিশু বক্তা- বিনায়ক সরকার রুহিত।
এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর মেলা গঠন ও পরিচালনা এবং কুমিল্লার সামাজিক, শিক্ষা, সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অকৃত্রিম, পরোপকারী ও নিঃস্বার্থ সেবামূলক অবদান সম্পর্কে আলোচনা তুলে ধরেন।
আলোচনা অনুষ্ঠান শেষে “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ১৩টি স্কুলের বালিকা একক ও দ্বৈত এবং বালক একক ও দ্বৈত মোট আটটি গ্রুপে ৪৪জন অংশগ্রহণকারী ১২ জন সদস্যদের মাঝে কৃতিত্বের সনদ চ্যাম্পিয়ন ও রানার আপ ক্রেস্ট পুরষ্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের সনদ ও মেডেল তুলে দেন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ।
উল্লেখ যে, প্রতিযোগিতাটি গ্রুপ ও নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক ড. শাহ মোঃ সেলিম।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মেহেদী হাছান ও সদস্য সচিব নাছরিন সুলতানা, মধুমিতা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- ইমরোজা চৌধুরী বেবি, পূর্বাশা মেলার উপদেষ্টা অধ্যাপক দিলিপ পোদ্দার, চন্দন দেব রায়, শক্তি কাম সিনহা, মোতাহার হোসেন মাহবুব, অনুপ চক্রবর্তী যীশু, হুসাইন মোঃ কামরুল, সংগঠক মীর হোসেন ও অনামিকা দাস প্রিয়ন্তীসহ মেলার সদস্যবৃন্দ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- অপরাজিতা সৃষ্টি, কর্মী বোন, মধুমিতা কচি-কাঁচার মেলা, কুমিল্লা।