জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের বালক একক ও দ্বৈত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লার ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলা’র আয়োজনে গতকাল শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ ফরিদা বিদ্যায়তনে মেলার অন্যতম প্রতিষ্ঠাতা “সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫” এর বালক একক ও দ্বৈত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শুক্রবার (১০ জানুয়ারি) ও শনিবার ১৩টি স্কুলের ৪৪ জন প্রতিযোগী বালিকা একক ও দ্বৈত এবং বালক একক ও দ্বৈত মোট আটটি গ্রুপে অংশগ্রহণ করেন। খেলাটি গ্রুপ ও নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক ড. শাহ মোঃ সেলিম।

গতকাল শনিবার অনুষ্ঠিত হয় বালক একক এর (গ্রুপ ‘এ’ ও ‘বি’) এবং বালক দ্বৈত এর গ্রুপ (‘এ’ ও ‘বি’) পর্বের খেলা। বালক একক চ্যাম্পিয়ান হন মোঃ রাকিবুল হাসান, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। বালক একক রানার্স আপ হন রাহাত ইসলাম তন্ময়, কুমিল্লা মডার্ণ হাই স্কুল, কুমিল্লা। বালক দ্বৈত চ্যাম্পিয়ান হন নয়ন ও আব্দুল্লাহ আল সিয়াম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল, কুমিল্লা। বালক দ্বৈত রানার্স আপ হন শান্ত ইসলাম ও সিয়াম সিকদার, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।

প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক- অনিমা মজুমদার, যুগ্ম-পরিচালক ড. আলী হোসেন চৌধুরী ও ইমরোজা চৌধুরী বেবী, পূর্বাশা মেলার উপদেষ্টা- অভিজিৎ সিনহা মিঠু, অনুপ চক্রবর্তী যীশু, হুসাইন মোঃ কামরুল, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মেহেদী হাছান, সদস্য সচিব নাছরিন সুলতানা লাইজু, মেলার সংগঠক মীর হোসেন ও অনামিকা দাস প্রিয়ন্তীসহ মেলার সাথী ও কর্মী ভাই-বোনেরা।

পূর্বাশা মেলার উপদেষ্টা বদরুল হুদা জেনুর সার্বিক নির্দেশনা ও পরিচালনায় প্রতিযোগিতায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন সরকার শাহিন ও মোঃ নাসিরুল ইসলাম ।