
কুমিল্লার সকল দোকান মালিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা জারি করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারার বিধান অনুযায়ী, জেলার সকল প্রকার দোকান, বাণিজ্য অথবা শিল্প প্রতিষ্ঠানকে সপ্তাহে দেড় দিন বন্ধ রাখতে হবে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।
এই নির্দেশনার আওতায়, জেলার বিভিন্ন এলাকার জন্য সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছে।
যেসব এলাকায় দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান শুক্রবার পূর্ণ দিবস বন্ধ থাকবে। এলাকাগুলো হলো পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ফৌজদারী রোডের পূর্বাংশ অর্থাৎ (চাপাপুর রোড, মনোহরপুর রোড, চকবাজার রোড)।
অন্যদিকে, যেসব এলাকায় দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সোমবার পূর্ণ দিবস বন্ধ রাখবে। এই তালিকায় রয়েছে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ফৌজদারী রোডের পশ্চিমাংশ অর্থাৎ (কান্দিরপাড় গোল চত্তর থেকে রানীর বাজার রোড, বাদুরতলা রোড, ঝাউতলা রোড, পুলিশ লাইন রোড, রেইসকোর্স, শাসনগাছা, ক্যান্টনমেন্ট)।
এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল দোকান মালিকদের সহযোগিতা কামনা করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লা। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে এই আইনের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হবে এবং কোনো প্রকার ব্যত্যয় ঘটলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
এই নতুন নির্দেশনা জারির ফলে একদিকে যেমন শ্রমিক ও কর্মচারীরা সপ্তাহে একদিন বিশ্রাম ও অবকাশ যাপনের সুযোগ পাবে, তেমনি অন্যদিকে ব্যবসায়িক কার্যক্রমের একটি সুনির্দিষ্ট নিয়ম তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।