সারাদেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এরই অংশ হিসেবে কুমিল্লায়ও বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদকরণ কার্যক্রম শুরু হলো।
গতকাল সোমবার কুমিল্লা সিটি কর্পোরেশন, ৮ টি পৌরসভা এবং ১৭ টি উপজেলার ১৯৩ টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে তথ্য সংগ্রহ এবং পরবর্তীতে চারধাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। ৫ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কাজ শুরু এবং ১১ এপ্রিল নিবন্ধন কাজ শেষ হবে। এসময়ে ছবি তোলার কার্যক্রমও সম্পন্ন করা হবে।
এ বিষয়ে কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসাইন খান জানান, ভোটার হালনাগাদ করণ কার্যক্রম আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এসব তথ্য সংগ্রহ কাজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার চারজন শিক্ষক কাজ করছেন। সুপারভাইজার হিসেবে নিয়োজিত আছেন চারশ’ জন। তথ্য সংগ্রহের জন্য কুমিল্লা জেলাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের পয়লা জানুয়ারি কিংবা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে করে নতুন ভোটার বাড়তে পারে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৬২৪ জন ভোটার এমনটাই মনে করছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা।
এছাড়া যেসব ভোটার মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের এ কার্যক্রমের মাধ্যমে। একই সঙ্গে যেসকল ভোটারা স্থান বা ঠিকানা পরিবর্তন করতে চান তারা আবেদনপত্র সংগ্রহ করে স্ব স্ব নির্বাচন অফিসে আবেদন করতে হবে।