জানুয়ারি ২৫, ২০২৫

শনিবার ২৫ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বোরো ধান চাষ, কমবে খরচ

Metal rice transplant
ছবি: সংগৃহীত

কুমিল্লায় আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি ব্যবস্থা। বীজতলা থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরে রয়েছে প্রযুক্তি। যে লাঙল-জোয়াল আর ‘হালের বলদ’ ছিল কৃষকের চাষাবাদের প্রধান উপকরণ সে জায়গা এখন দখল করে নিয়েছে ‘আধুনিক লাঙল’ ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন্ড হার্ভেপার, ব্রডকাস্ট সিডার পাওয়ার রিপার মেশিন।

এমনকি ফসল ফলানোর জন্য জমি চাষ, বীজ বপন, নিড়ানি, সার দেয়া, কাটা, মাড়াই, ফসল ঝাড়া ও প্যাকেটিং পর্যন্ত সব কিছুই করা হচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়। ফলে কৃষিতে উৎপাদন বাড়ছে, কমছে উৎপাদন ব্যয়। প্রযুক্তির ব্যবহারে ফসলের অপচয়ও কম হচ্ছে। ফলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহ বাড়ছে কুমিল্লার কৃষকদের।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিডলিং ট্রেতে চারা তৈরি পর দুইটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপণ করছে দেবিদ্বার উপজেলা কৃষি অধিদপ্তর। বোরো ধানের নতুন জাত ব্রি ধান১০২ সম্প্রসারণ ও রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ কার্যক্রম করছেন তারা।

দেবিদ্বার উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলার রসূলপুর ও ইউছুফপুর ইউনিয়ন ব্লকে ২০২৪/২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ বিঘা এই বোরো ধানের চার রোপণ চলমান।

ব্রি ধান১০২ জাতটি জিংক সমৃদ্ধ; যাতে জিংক এর পরিমাণ ২৫.৫ মি. গ্রাম/কেজি। তাছাড়া, জাতটির অ্যামাইলোজ ২৮% ও প্রোটিনের পরিমাণ ৭.৫%। ফলে এ ধানের চাল চিকন ও সাদা হওয়ার পাশাপাশি ভাত ঝরঝরে হবে। বিঘা প্রতি প্রায় ২৫ থেকে ২৬ ফলন দিতে সক্ষম ব্রি ধান ১০২ জাতটি।

রসূলপুর ও ইউছুফপুরে ফসলের মাঠ ঘুরে দেখা যায়, দুইটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন অনবরত ধানের চারা রোপন করছে জমিতে। এক বিঘা জমিতে চারা রোপন করতে গড়ে সময় লাগে ৩০-৩৫ মিনিট। রোপনের আগে জমি প্রস্তুত করে কৃষক-কৃষাণীরা। এরপর শুরু হয় চারা রোপনের কাজ।

কৃষক এমদাদুল হক বলেন, প্রতি বিঘা জমি রোপণ করতে শ্রমিক খরচ হত আড়াই থেকে তিন হাজার টাকা। সিডলিং ট্রেতে চারা তৈরি করে রাইসট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপণ করলে বিঘা প্রতি এক হাজার টাকা খরচ হবে। তার থেকেও বড় কথা প্রয়োজনের সময় শ্রমিক পাওয়া যায় না। অনেক সময় বিভিন্ন কারণে শ্রমিক মজুরি দ্বিগুণ পর্যন্ত হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, মূলত দুটি উদ্দেশ্য নিয়ে আমরা ‘সমলয়’ চাষাবাদের ব্লক প্রদর্শনীটি বাস্তবায়ন করছি। প্রথমত, কৃষিতে যান্ত্রিকীকরণ; বিশেষ করে রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহারকে জনপ্রিয়করণ। দ্বিতীয়ত, বোরো ধানের নতুন জাত হিসাবে ব্রি ধান ১০২ সম্প্রসারণ। তাছাড়া, রোপনের পর এ ডব্লিউ ডি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক সেচ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের অভ্যস্ত করতে কার্যক্রম চলমান থাকবে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক যন্ত্রাংশের ব্যবহারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। এখন কম জমিতে চাষাবাদ করে অনেক বেশি ফসল পাওয়া যাচ্ছে।