মে ১, ২০২৫

বৃহস্পতিবার ১ মে, ২০২৫

কুমিল্লায় দুটি মামলায় আসামিপক্ষে কোনও আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী এবং কিশোর গ্যাং সদস্যদের আইনি সহায়তা না করার নির্দেশ জারি করেছে। জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এবং সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মো. তারেক আবদুল্লাহ যৌথভাবে এই নির্দেশনা প্রদান করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) তাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা কুমিল্লা জেলার সব সরকারি আইন কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিদের জানানো যাইতেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা গেল।’

তবে, এই নির্দেশনায় স্পষ্টভাবে আসামিপক্ষের কথা উল্লেখ না থাকায় কয়েকজন আইনজীবী মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কুমিল্লা জেলার সরকারি আইনজীবী পিপি মো. কাইমুল হক রিংকু ও জিপি মো. তারেক আবদুল্লাহ স্বাক্ষরিত নির্দেশনা

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমেই স্বৈরাচারের পতন হয়েছে। সেই আন্দোলনে হামলায় আহত অনেকেই এখনো হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছেন। আমি জানতে পেরেছি, আমাদের কিছু আইনজীবী সেই সব ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের পক্ষে দাঁড়াচ্ছেন। আমি তাদের মৌখিকভাবেও নিষেধ করেছি। এখন তারা বলছেন, আসামিরা তাদের নিকটাত্মীয়। তাই লিখিতভাবে এই অনুরোধ জানাচ্ছি, যাতে সবাই এই বিষয়টি মেনে চলেন।”

আরও পড়ুন