বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া ১৭ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
গতকাল শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত জাহান চৌধুরী তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা।
আদালত, পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা যায়, ‘জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ নাশকতার অভিযোগে কুমিল্লার বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলায় এইচএসসি পরীক্ষার্থী, অনার্সসহ বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরাও গ্রেপ্তার হন। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে কুমিল্লার আদালত থেকে এ শিক্ষার্থীরা জামিন পান।’
কুমিল্লা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা জানার পর আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরীর আদালতে শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত শিক্ষার্থীদের জামিন দেন। পরে জামিনের কাগজপত্র কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কুমিল্লার আদালতের পরিদর্শক মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, কোতয়ালী মডেল থানা এলাকার ৭ জন, সদর দক্ষিণ মডেল থানা এলাকার ৮ জন, দেবিদ্বার এলাকার একজন এবং দাউদকান্দি থানার একজনসহ ১৭ জন শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে।