
কুমিল্লায় ছাত্র অধিকার পরিষদের এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আজহারুল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এন রাসেল।
শুক্রবার (৪ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আবু মুসা জুয়েল। সহ-সভাপতি হিসেবে আছেন হাসান মাহাদী, আমিন প্রধান ও মো. সাইফ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সোহান খান সুজন।
এছাড়াও, কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান (মুরাদনগর) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নিয়াজ মাহমুদ, বাবুল হোসেন তায়েফ ও তারেক হাসান চৌধুরী জাস্টিস দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেহেদী হাসান (আদর্শ সদর), সিহাব খান, আদনান আদি এবং মেহেদী হাসান আবির।
দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাইম জামান এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন জোবায়েদ হোসেন। প্রচার সম্পাদক হিসেবে আছেন আবু বকর সিদ্দিক (আসলাম সিদ্দিকি) এবং উপ-প্রচার সম্পাদক পদে রয়েছেন রাহাতুল হাসান।
অর্থ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান সিফাত এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম দায়িত্ব পালন করবেন। ক্রীড়া সম্পাদক হয়েছেন তারেক হাসান ও সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আজিজুল হক। সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসাইন এবং সহ-সমাজসেবা সম্পাদক সিফাত।
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল হোসাইন এবং সহ-সম্পাদক হিসেবে আছেন জুয়েল মিয়া। সবশেষে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন সাফায়েত মজুমদার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন জাহিদ সরকার দিপু।
এই কমিটি আগামী এক বছর কুমিল্লায় ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা করবে।