ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় চিকিৎসক দেখিয়ে ফেরার পথে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

4 members of the same family were killed in a bus accident on the way back after seeing a doctor in Cumilla
সড়ক দুর্ঘটনায় নিহতদের এক নজর দেখতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসুক জনতার ভিড় | ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় মা মেয়েসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তার মেয়ে দরিকান্দি গ্রামের প্রবাসী সফিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম। শাহীনুরের মেয়ে সায়মা (৫) এবং মেয়ে রাইছা (২)।

এদিকে দুই নাতনী সায়মা ও রাইসাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন দাদা রসিদ মোল্লা। তিনি বলেন, আমার ছোট ছেলের বউ তার মাসহ নাতনীদের ডাক্তার দেখাতে সোমবার সকালে কুমিল্লা নিয়ে যায়। রাতে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল আলম বলেন, মহাসড়কের রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ঢাকাগামী বাসচাপায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর দুই শিশু মারা যায়। মরদেহগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

অন্যদিকে র্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরফাতুল আলম।

এ বিষয়ে আরফাতুল আলম বলেন, অজ্ঞাত বাস ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেয়ার জন্য হাইওয়ে পুলিশকে বলা হয়েছে।