কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজারে খালের উপর অবৈধভাবে নির্মিত ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আড্ডা বাজারের কার্জন খালের শাখা খালের উপর দীর্ঘদিন যাবত অবৈধভাবে দোকান নির্মাণ করে আসছিল এক শ্রেণির মানুষ। উপজেলা প্রশাসন বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসলেও প্রশাসনের নির্দেশ অমান্য করে আসছিল তারা।
উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালান। উচ্ছেদ অভিযানে বরুড়া থানা পুলিশের ২টি টিম, বাংলাদেশ আনসার বরুড়ার ১টি টিম এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর ১টি ১টিম সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন জানান, আড্ডা বাজারের খালের উপর অবৈধভাবে নির্মিত ৩০টি দোকান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযানের মাধ্যমে ভেঙ্গে দেওয়া হয়। এছাড়াও বরুড়া উপজেলার যে জায়গায় অবৈধভাবে ড্রেজার চালানো সহ জমি দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আরও জানান, আরো ৬টি দোকান হ্যামারের অভাবে উচ্ছেদ করা যায়নি। আগামী মঙ্গলবার হ্যামার আসলে তখন সেগুলোও উচ্ছেদ করা হবে।