কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় লেগুনাস্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র মো. জামিল হাসান অর্ণব নিহতের ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংঘর্ষের সময় ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
বোরবার (১৭ মার্চ) দুপুর কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে শহরতলীর শাসনগাছা এলাকায় শুক্রবার এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ সুপার জানান, গোলাগুলিতে অর্ণব নিহত হওয়ার ঘটনায় তার মা ঝরনা বেগম ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই কুমিল্লার ভারত সীমান্তবর্তী পাঁচথুবী এবং নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের সময়ে মূল অস্ত্রধারী ফজলে রাব্বি, মো. সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমানকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, সংঘর্ষের ঘটনায় তিনজন শুটারের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও পালিয়ে বেড়াচ্ছে অপর শুটার। তাকে ধরতেও অভিযান চলছে।
উল্লেখ্য, কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকায় শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব নিহত হন।
পরে রোববার নিহতের মা ঝর্ণা আকতার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত রেখে কুমিল্লার কোতয়ালি মডেল থানায় মামলা করেন।