প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর প্রধান জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
গতকাল (৩১ মার্চ) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদুল ফিতর ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ্ উপদেষ্টা কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও জানানো হয়েছে, “দূরবর্তী মুসুল্লিদের সুবিধার্থে নিউমাকের্টের ৫ম তলায় অবস্থিত মসজিদে সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। অন্য বছরের মত এ বছরও ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।”
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় আরও জানানো হয়েছে, “ঈদগায়ের বাইরে ঈদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার সাটানো যাবে না। ঈদের দিন উচ্চসরে সড়কে গানবাজনা নিষেধ করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল বৃদ্ধির জন্য আহবান করা হয়েছে।”
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সামছুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহিতুল ইসলাম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা তথ্য অফিস সূত্রে জানা গেছে, “ঈদের প্রধান জামাত হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের নামাজে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা জজ, মেয়র, উপজেলা চোয়ারম্যানসহ সমাজের সব পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে লাখ খানেক মুসল্লির জন্য প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ।”