অক্টোবর ২৫, ২০২৪

শুক্রবার ২৫ অক্টোবর, ২০২৪

কুমিল্লায় ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত

Eid-ul-Azhar congregation held in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে। আজ সোমবার (১৭ জুন) ঈদ-উল-আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে সকাল থেকে কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।

এর আগে সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে কুমিল্লা ঈদগাহ ময়দানে সরেজমিন দেখা গেছে, নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে মানুষের সারি। হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে ঈদগাহে ঢুকছেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই জাতীয় ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়।

ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। এতে ইমামতিত্ব করেছেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ এবং কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ’র ইমাম ও খতীব হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিবর্গ জামায়াতে অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ঈদুল ফিতরের অন্যান্য মসজিদের জামাত ইসলামী ফাউন্ডেশন কুমিল্লার দেয়া সময়ে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।