এপ্রিল ১৯, ২০২৫

শনিবার ১৯ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

Rising Cumilla.Com - Operation of joint forces
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলার আড়াইওরা এলাকায় অভিযানে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বিত দল।

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

তবে অভিযানের সময় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নাকে তার বাড়িতে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইওরা এলাকার মৃত রূপ মিয়ার পুত্র ওমর ফারুক মুন্না দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

যৌথ বাহিনীর অভিযানে মুন্নার বাড়ি তল্লাশি করে ১টি ধারালো ছুরি, ১টি রাইফেল এবং ১টি বিদেশি শটগান উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলো পরবর্তীতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, “উদ্ধারকৃত অস্ত্রসমূহ আমাদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”